ক্রিকেট বিশ্বকাপের সংক্ষিপ্ত ইতিহাস
মূলত ক্রিকেট শব্দের অর্থ হচ্ছে ঝিঁঝি পোকা। বলা হয়ে থাকে ক্রিকেট ভদ্রলোকের খেলা। খুব সম্ভবত খেলার ধরণ, নিয়ম-কানুন এবং সর্বোপরি সব ধরনের মানুষ খেলতে পারার কারণেই ক্রিকেট জনপ্রিয়তায় অন্যান্য খেলার চেয়ে অগ্রগামী।
প্রথম ক্রিকেট খেলা শুরু হয় ষোড়শ শতাব্দীতে। আনুমানিক ১৫৯৭ খ্রিস্টাব্দের ১৭ ই জানুয়ারি, রোজ সোমবার, দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে এই খেলার সূত্রপাত ঘটে বলে ধারণা পাওয়া যায়।
প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ
১৮৪৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হলেও স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা শুরু হয় ১৮৭৭ সালে। আর অষ্টাদশ শতাব্দীতেই ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলায় পরিণত হয়।
বিশ্বকাপ ক্রিকেটের যাত্রা
১৯৭৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ৭ই জুন টুর্নামেন্টটি শুরু হয়। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পুরুষ ও নারী নামে দুটি ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করে থাকে। ক্রিকেট বিশ্বকাপ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।
এখন পর্যন্ত অনুষ্ঠিত যত ক্রিকেট বিশ্বকাপ
প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বেশি মানুষের উপভোগ করা ক্রীড়া প্রতিযোগিতাগুলোর একটি। ১৯৭৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ১২টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এর মধ্যে বিশ্বকাপের পাঁচটি আসর বসে ইংল্যান্ড ও ওয়েলসে। ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসরে স্বাগতিক দেশ ভারত।
নিচে এ যাবৎকালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের আসরগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো।
১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপ
১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপ ছিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসর। ১৯৭৫ সালের ৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত ইংল্যান্ডের পাঁচটি শহরের ছয়টি ভেন্যুতে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আসরটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সর্বমোট আটটি দেশ অংশগ্রহণ করে। এরমধ্যে ওই সময়ের ছয়টি টেস্ট খেলুড়ে দেশ তথাঃ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আইসিসির সহযোগী দেশ শ্রীলংকা ও পূর্ব-আফ্রিকা অংশগ্রহণ করেছিল।
ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রুডেনশিয়াল অ্যাসুরেন্স কোম্পানি প্রতিযোগিতার সম্পূর্ণ ব্যয়ভার বহন করার কারণে আনুষ্ঠানিকভাবে এই বিশ্বকাপের নামকরণ করা হয় প্রুডেনশিয়াল কাপ।
১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপ
১৯৭৯ সালের ৯-২৩ জুন দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়। ওয়েস্ট ইন্ডিজ এবারও জয়লাভ করে এবং নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলে। স্বাগতিক ইংল্যান্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপটির প্রতি ইনিংসে ওভার সংখ্যা ছিলো ৬০। ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের দলপতি ছিলেন কিংবদন্তি ক্লাইভ লয়েড।
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ
আইসিসি আয়োজিত ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার তৃতীয় আসর ১৯৮৩ সালের ৯ থেকে ২৫ জুন তৃতীয় বারের মতো ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এবারও ৬০ ওভার প্রতি ইনিংস খেলা হয়। তবে টানা তৃতীয় শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। তারা পরাজিত হয় এশিয়ার ক্রিকেট পরাশক্তি ভারতের কাছে। এ বিশ্বকাপে ভারতের দলনেতা ছিলেন কিংবদন্তি কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপে অংশ গ্রহণকারী দল ছিলো আটটি।
১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপ
আইসিসি আয়োজিত বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার চতুর্থ আসর এটি। ব্যবসায়িক অংশীদারিত্বের কারণে আসরটির নাম হয় রিলায়েন্স বিশ্বকাপ। ৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ভারত-পাকিস্তান যৌথভাবে এই আসরের আয়োজন করে। যথারীতি আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরটি প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরে অনুষ্ঠিত বিশ্বকাপ। এ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা লাভ করে।
১৯৯২ বিশ্বকাপ
২২ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত আইসিসি পরিচালিত এই বিশ্বকাপের নাম ছিল বেনসন এন্ড হেজেস বিশ্বকাপ। পঞ্চম আসরে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান তাদের প্রথম ও একমাত্র একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জয় করে। এই আসরে নয়টি দল অংশগ্রহণ করেছিলো উল্লেখ্য যে প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া এই আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিউজিল্যান্ডের মার্টিন ক্রো। আর পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই দলটির নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ
এটি বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ আসর। এই আসরের দল সংখ্যা ছিলো ১২টি। এই আসরে ১৯৮৭ সালের বিজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে এশিয়ার লায়ন খ্যাত ‘শ্রীলংকা’। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রীলংকার অলরাউন্ডার সনাথ জয়াসুরিয়া।
১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপ
১৯৯৯ বিশ্বকাপে ইংল্যান্ডের পাশাপাশি আয়ারল্যান্ড, ওয়েলস এবং নেদারল্যান্ডস সহ-আয়োজকের মর্যাদালা লাভ করে। পাকিস্তানকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে। টুর্নামেন্ট সেরা হন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার। অংশগ্রহণকারী দল ছিলো ১২টি।
২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপ
ক্রিকেট বিশ্বকাপের অষ্টম আসরটি ২০০৩ সালের ৯ মার্চ থেকে ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হয়। ১৪ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে অস্ট্রেলিয়া বিজয়লাভ করে তাদের তৃতীয় শিরোপা ঘরে তোল। শচীন টেন্ডুলকার এ আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপ
১৩ মার্চ থেকে ২৮ এপ্রিল ২০০৭। আসরে মোট দল ছিলো ১৬টি। চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের চতুর্থ শিরোপা ঘরে তুলে শ্রীলঙ্কাকে হারিয়ে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্লেন ম্যাকগ্রা।
২০১১ ক্রিকেট বিশ্বকাপ
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ভারত, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা লাভ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভারতের যুবরাজ সিং। অংশগ্রহণকারী দল ১৪টি।
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ
বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করে। ১৪ দেশের অংশগ্রহণের এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিজেদের পঞ্চম শিরোপা জয়ের পথে সহ-আয়োজক নিউজিল্যান্ডকে পরাজিত করে। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিচেল স্টার্ক।
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ বিশ্বকাপ
ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরটি ২০১৯ সালের ৩০ মে থেকে ১৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হয়। এ আসরের দলসংখ্যা ছিলো ১০টি। স্বাগতিক ইংল্যান্ড সুপার ওভারে গড়ানো ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা অর্জন করে। নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ
২০২৩ সালের ৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ১০টি দলের অংশ গ্রহণে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে চতুর্থ বারের মতো ভারত ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হচ্ছে। তবে এবারই প্রথম তারা এককভাবে এই টুর্নামেন্টের আয়োজক হতে চলেছে। এবারও অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০টি।
আরও পড়ুন- ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকা
আরও পড়ুন- বিশ্বকাপ ও লিওনেল মেসি: সাধারণ থেকে সর্বকালের সেরা