সম্প্রসারণের মাধ্যমে নতুন রূপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
অনুমোদনঃ একনেক সভায় ২৪ অক্টোবর, ২০১৭ সাল।
ঠিকাদারঃ মিটসুবিসি,জাপান; ফুজিটা,জাপান; স্যামসাং,দক্ষিন কোরিয়া ; *সেবা পাবেঃ এই টার্মিনালের সেবা গ্রহণ করতে পারবে ১ কোটি ২০ লাখ যাত্রী
উন্নয়ন সহযোগীঃ জাইকা,জাপান (বাংলাদেশ সরকার ০.৫ বিলিয়ন ডলার, বাকি অংশ জাইকা)
সম্ভাব্য ব্যয়ঃ একনেকের প্রথম সভায় ১.৪ বিলিয়ন ডলার; পরবর্তীতে ২০১৯ সালে তা ২.২ বিলিয়ন ডলার করা হয়।
টার্মিনাল ভবনের আয়তনঃ ২ লাখ ৩০ হাজার বর্গমিটার (দৈর্ঘ্য ৭০০ মিটার, প্রস্থ ২০০ মিটার।
মালিকানাঃ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
নির্মাণ শুরুঃ ২৮ ডিসেম্বর, ২০১৯
ভবনের স্থপতিঃ রোহানি বাহারিন
সম্পূর্ণ প্রকল্পের আয়তনঃ ২ লক্ষ ৭৮ হাজার বর্গমিটার
সম্ভাব্য উদ্বোধনঃ জুন, ২০২৩।
টার্মিনালের অন্যান্য ব্যবস্থা
টার্মিনালে ৩৭টি বিমান অ্যাপ্রনের পাশাপাশি থাকবে ১২টি বোর্ডিং ব্রিজ। পরবর্তীতে আরো ১৪টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে। ১১টি বডি স্ক্যানার ও ১৬টি লাগেজ বেল্ট, বহির্গমনের জন্য চেক ইন কাউন্টার থাকবে ১১৫টি যার মধ্যে ১৫টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার। আগমনি লাউঞ্জে পাঁচটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টারসহ মোট ৫৯টি পাসপোর্ট চেক ইন কাউন্টার থাকবে। ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার বা ই-গেট এবং ৬৬টি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে।
সম্প্রসারিত অ্যাপ্রন
তৃতীয় টার্মিনালে ৩৭টি অ্যাপ্রন পার্কিং থাকবে ফলে একসাথে ৩৭টি উড়োজাহাজ পার্ক করার সুবিধা পাবে। এতে আগের চেয়ে অনেক বেশি বিমান এই বন্দরের সুবিধা পাবে।
যাত্রীসেবার মান বৃদ্ধি
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে ৮০ লাখ যাত্রী সেবা নিতে পারে। এই টার্মিনাল নির্মাণের ফলে মোট ২ কোটি যাত্রী বিমানবন্দর ব্যবহার করতে পারবে।
মেট্রোরেলের সাথে সরাসরি সংযোগ
মেট্রোরেলের ১ নং রুটের একটি স্টেশন এই টার্মিনালে যুক্ত হবে। যার ফলে ঢাকার অপরপ্রান্তের যাত্রীও কম সময়ে এবং কম খরচে এই টার্মিনাল ব্যবহারের সুবিধা পাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে সংযোগ
ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে এই বিমানবন্দর ব্যবহার করা যাবে।
আরও পড়ুন- মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত খুঁটিনাটি তথ্য
আরও পড়ুন- মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প সম্পর্কিত খুঁটিনাটি তথ্য
আরও পড়ুন- ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প সম্পর্কিত খুঁটিনাটি তথ্য
আরও পড়ুন- বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান