সাংবাদিক খালেদ মহিউদ্দিন এখন কোথায়?
August 23, 2024
বাংলাদেশের পচে যাওয়া সাংবাদিকতা পেশায় এখনো যারা ন্যায় ও সত্যের পথে কথা বলেন, তাঁদের মধ্যে খালেদ মহিউদ্দিন অন্যতম। পেশাগত জীবনে যেখানেই গেছেন, সেখানেই নিজের মেধার ছাপ রেখেছেন তিনি। সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে থেকে ইস্তফা দিয়েছিলেন খালেদ।
এরপর থেকেই খালেদের ভক্ত-অনুসারীদের মনে প্রশ্ন ছিল “খালেদের পরের গন্তব্য কি হবে?” সপ্তাহ দুয়েকের নীরবতার পর খালেদ ফেসবুকে পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন তাঁর পরবর্তী গন্তব্যের কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে খালেদ মহিউদ্দিন লিখেছেন, “ইউটিউবে নতুন শো নিয়ে শিগগিরই ফিরছি আমি। প্রতি সপ্তাহের শেষ রাতে ঘণ্টাখানেকের জন্য প্রশ্ন করব আমি। আমাকে কবে থেকে কীভাবে দেখতে আর শুনতে পাবেন তাও তাড়াতাড়ি জানিয়ে দিব। আশা করি পাশে থাকবেন।
আরেকটা কথা, ডয়চে ভেলেতে পাঁচ বছরের বেশি কাজ করলাম। জার্মানির বনে থাকলাম পুরোটা সময়। ২৬ জুলাই শেষ শো করে ৩১ আগস্ট অব্দি চুক্তির শেষ পর্যন্ত ছুটি নিয়েছিলাম। আমার অসাধারণ সহকর্মীদের অনুরোধে ৫-৮ আগস্ট ফিরেছিলাম চার দিনের জন্য। ১৪ আগস্ট থেকে নিউইয়র্কে আছি, ছুটি কাটাচ্ছি আর তৈরি হচ্ছি…”